পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে

আলোকিত স্বদেশ রিপোর্ট:

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরের বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

করোনাভাইরাসের কারণে রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজনসহ মঙ্গল শোভাযাত্রা বন্ধ ছিল গত দুই বছর। এ বছর করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় এসব আয়োজন হবে।

যে কারণে বৃহস্পতিবার রমনা পার্ক সংলগ্ন রুটে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

ডিএমপি থেকে জানানো হয়েছে, বর্ষবরণের দিন রাজধানীর বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন- প্রেসক্লাবসংলগ্ন কদম ফোয়ারা, মৎস্য ভবন-শাহবাগ-কাটাবন, পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং, বকশীবাজার-শহীদ মিনার-টিএসসি, শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর ও নীলক্ষেত-টিএসসি এসব রুটে যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।