মানিকগঞ্জ: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন আর কয়েকটা দিন দেখো তারপর আমরা সিদ্ধান্ত নিবো কিভাবে পেয়াজের দাম বাড়ানো যায়। কৃষক যাতে দাম পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালের দিকে জেলার ঘিওর উপজেলার বাগ-বানিয়াজুরী এলাকায় ব্রি-ধান ৯২ জাতের বীজ উৎপাদনকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা যদি কৃষির উন্নয়ন করতে পারি তাহলে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে কারণ কৃষির ওপর দাঁড়িয়ে সকল উন্নয়ন সম্ভব। বাংলাদেশে যদি কৃষি কাজ না হয় তাহলে দেশ টিকে থাকবে না। এই যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে আর এখন ইউক্রেন থেকে গম আসতেছে না। তারাই মূলত সারাবিশ্বে গম সরবরাহ করে থাকে।