সন্ধ্যায় কাটবে গ্যাস সংকট

আলোকিত রিপোর্ট:

বিবিয়ানা গ্যাস ফিল্ডে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর ফলে গ্যাস সংকট কেটে যাবে।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের কাজ করতে হয়েছে। ফলে গত দুইদিন কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম ছিল। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলে ধীরে ধীরে সংকট কেটে উঠতে শুরু করেছে।