ব্যবসায়ীদের প্রতি বানিজ্যমন্ত্রীর হুশিয়ারী

রংপুর প্রতিনিধি:

বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি ব্যবসায়ীদেরে প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন,  অনেক অসৎ ব্যবসায়ী আছেন তারা সুযোগ পেলেই দাম বাড়িয়ে দেন । সে কারণে এখন থেকে ট্যারিফ কমিশনের বেঁধে দেয়া দরের বেশি দামে ভোজ্য তেল , ডাল , চিনি বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দ্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে রংপুরে ক্যানসার হাসপাতাল স্থাপন করার জন্য নেয়া প্রকল্প সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, আর্ন্তজাতিক বাজারে ভোজ্য তেল ডাল ও চিনির দাম অনেক গুনে বেড়েছে। ৬শ টাকা টাকা টনের ভোজ্য তেলের দাম আর্ন্তজাতিক বাজারে ১৩শ ডলারে উঠেছে। একই ভাবে ডাল চিনির দাম বেড়েছে। আমাদের ভোজ্য তেলের চাহিদা রয়েছে প্রতি বছর ৩৫ থেকে ৪০ লাখ টন যার ৯০ ভাগ বিদেশ থেকে আমদানী করতে হয়। ১০ ভাগ তেল দেশে উৎপাদিত সরিষা থেকে আসে।

তার পরেও কিছু অসৎ ব্যবসায়ী অধিক মুনাভা লাভের আশায় দাম বাড়িয়ে দেয়। এ জন্য জেলায় জেলায় দাম মনিটারিং করার জন্য ডিসিদের দায়িত্ব দেয়া হয়েছে । তারা অসৎ মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেভাবেই নির্দ্দেশনা দেয়া হয়েছে। ।

পেয়াজের দাম অনেক কমে গেছে এখন কৃষকরা বলছেন বিদেশ থেকে আমদানী বন্ধ রাখতে । অথচ গত দ বছর পেয়াজের দাম বৃদ্ধি আমার মাথা গরম করে দিয়েছিলো এমন একটা দিন নেই পেয়াজের দাম বৃদ্ধির কারণে আমার মাথা গরম হয়নি। আমি ভীষন টেনশনে থাকতাম। প্রতি কেজি পেয়াজের দাম ২শ টাকা পর্যন্ত উঠেছিলো।

রংপুরে একটি বিশ্বমানের ক্যানসার হাসপাতাল আমি নিজ উদ্যোগে স্থাপন করার উদ্যেগ নিয়েছি জানিয়ে বলেন এ জন্য প্রকল্প গ্রহন করা হয়েছে। আমি নিজেই ব্যাক্তিগত ভাবে ২০ কোটি টাকা দেবো। কিন্তু শুধু টাকা দিলেই হবেনা। এটাকে বাঁচিয়ে রাখতে হবে। সকল স্তরের মানুষ যাতে সাশ্রয়ী মুল্যে ক্যানসারের চিকিৎসা পায় সে জন্য ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটারিয়ান ক্লাব উত্তরার জুলহাস আলম, জেহলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রোপলিটান পুলিশের ডিসি অপরাধ মারুফুল ইসলাম সহ বিশিষ্টজনরা।