ধামরাইয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার অবমাননার অভিযোগ। 

 

 

আলোকিত স্বদেশ প্রতিবেদক ধামরাই থেকেঃ-

ধামরাইয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার দিয়ে টয়লেটের দরজা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে কেবিসি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী বাসস্ট্যান্ডের উত্তর পাশে কেবিসি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের কয়লা বিক্রয় কেন্দ্রে।

সরেজমিন গিয়ে দেখা যায়,কেবিসি এগ্রো প্রডাক্টস লিমিটেডের কয়লা বিক্রয় কেন্দ্রের ব্যবহারিত টয়লেটে উপজেলা মটরচালক লীগের সাধারন সম্পাদক ও সুতিপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম নপুর প্রচার-প্রচারনার ব্যানারটি দিয়ে টয়লেটের দরজা দিয়েছে,যে ব্যানারটি মটর চালকলীগের নেতাদের ছবিসহ বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের ছবি যুক্ত রয়েছে।

এ বিষয়ে ধামরাই উপজেলা মটর চালকলীগ এর সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি আমার ব্যানার কেবিসির কয়লায় স্তুপের পাশে ব্যবহারিত টয়লেটের দরজায়। এটা দেখে আমি সেখানে যাই ও সিকিউরিটি কে জিজ্ঞাস করি এটা কে লাগিয়েছে, তখন সে আমাকে কোন উত্তর না দিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন, কার কাছে বলে ডুকছেন,এখানে কোম্পানীর লোক আসার আগে আপনি যেতে পারবেন না বলে সিকিউরিটি আমার সাথে অস্বাভাবিক আচরন করে। বিষয়টি আমি আমার জেলার নেতা কর্মীদের জানিয়েছি তারা ব্যবস্থা নিবে বলে আমায় আশ্বাস দিয়েছে।

ঢাকা জেলা আ’লীগ মটর চালকলীগেরর সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী বলেন,ঘটনাটি অপমানজনক মানহানিকর, এ বিষয় আমি আমার ঊর্ধ্বতন নেতা কর্মীদের সাথে কথা বলে আইনী ব্যবস্থা গ্রহন করবো।