ধামরাই থেকে:-
ঢাকার ধামরাইয়ে টেক্সটাইল ও স্পিনিং মিলের পরিত্যক্ত প্লাষ্টিক জাতীয় ওয়ান টাইম বেল্ট দিয়ে হস্তশিল্পে তৈরী হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল সংরক্ষনের ডোল কিংবা বেড়ী তৈরী হচ্ছে। প্লাষ্টিকের তৈরী হলেও দেখতে বাঁশ ও বেতের তৈরী মনে হয় এ পণ্যটি। গ্রামীণ জনপদের নারী-পুরুষ সামান্য প্রশিক্ষন নিয়ে তৈরী করছেন এমন পণ্য। তাদের তৈরী এ পণ্যটি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এতে করে তৈরী হয়েছে ব্যাপক কর্মসংস্থানের।
উপজেলার প্রতিটি ইউনিয়নে ধান কাটার মহোৎসব শেষে কষ্টার্জিত এ ফসল ভালভাবে সংরক্ষণে কৃষকের চিন্তার শেষ নেই। তাই এ ধান সংরক্ষণ করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বাঁশ-বেত দিয়ে তৈরী বিভিন্ন ধরণের ডোল কিংবা বেড়ী তৈরী করে থাকেন। বিভিন্ন অঞ্চলে শুধু বাঁশ-বেত দিয়ে ডোল কিংবা বেড়ী তৈরী হলেও ঢাকা জেলার ধামরাই উপজেলার সুতিপাড়া,সানোড়া,গাংগুটিয়া,বালিয়া,বাইশাকান্দা, কুল্লা ,নান্নার ও রোয়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে এটি তৈরী হচ্ছে টেক্সটাইল ও স্পিনিং মিলের পরিত্যক্ত প্লাষ্টিক জাতীয় ওয়ান টাইম বেল্ট থেকে। ধামরাইয়ে বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে একাধিক কারখানা। কারখানার মালিকরা শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা থেকে কিনে নিয়ে আসেন পরিত্যক্ত প্লাষ্টিক জাতীয় ওয়ান টাইম বেল্ট। এই প্লাষ্টিক দিয়ে গ্রামীণ নারী-পুরুষরা মিলে তৈরী করেন ডোল কিংবা বেড়ী। সারাদেশেই চাহিদা রয়েছে এ পণ্যের। স্থানীয় হাট-বাজার ছাড়াও কারখানা থেকে খুচরা ও পাইকারী বিক্রি হয় এ পণ্য। ধান কাটার মৌসুমে ডোল/বেড়ী বেশী তৈরী হলেও বছরের অন্যান্য সময়ে কারখানার পরিত্যক্ত প্লাষ্টিক জাতীয় ওয়ান টাইম বেল্ট দিয়ে কারিগররা তৈরী করেন ঘরের সিলিং, বেড়াসহ বিভিন্ন আসবাবপত্র।