‘পলিথিন বন্ধ করে বাজারে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে বলা হয়েছে’

আলোকিত রিপোর্ট:

বাজারে পলিথিন ব্যাগ বন্ধ করে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে মোবাইল কোর্টের মনিটরিং জোরদার করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

পলিথিনের বিরুদ্ধে উপজেলা পর্যায়ে মাসে দুইবার এবং জেলা পর্যায়ে মাসে একবার মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পাটমন্ত্রী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) গণবভন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।