প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে রাত-দিন কাজ করে যাচ্ছি: পানি সম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল ব্যুরো চীফ:

পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন দুখী মানুষের পাশে দাড়াতে হবে।

শনিবার (৮ ডিসেম্বর) বরিশাল সদর উপজেলার তালতলী বাজার আরএইচডি-লামছরি হাট সড়ক পুনর্বাসন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পিতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটাজীবন দুঃখী মানুষের কথা চিন্তা করেছেন। তিনি জীবনের ১৪ টি বছর জেলে কাটিয়েছেন। জেল খেটেছেন এই বাংলাদেশে আমাদের মতো মানুষের যাতে অধিকার আদায় করা যায়।আমরা যাতে করে বাংলা ভাষায় কথা বলতে পারি। আমাদের যাতে করে জাতীয় স্বত্ত্বা থাকে। যাতে করে পাকিস্তান দ্বারা নির্যাতিত না হই। এসব লক্ষ্যেই আমাদের জাতির পিতা সারাটা জীবন কষ্ট করেছেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কষ্ট করে বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র আমাদের উপহার দিয়েছেন। তিনি যে সপ্ন দেখেছেন সোনার বাংলা গড়ার, সেটি বাস্তবায়ন করার ভিত তিনি রচনা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবসত ৭৫ এর ১৫ আগষ্ট রাতে তিনি এবং তার পরিবার শাহাদাত বরণ করাতে সপ্ন বাস্তবায়ন করতে পারেননি।কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই সপ্ন বাস্তবায়নে রাত-দিন কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী  বলেন. বাংলাদেশ আগের মতো গরীব দেশ নেই, এদেশ এখন বিশ্বে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এখন আমরা পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়াতে পারি, অতীতে দশবছর আগেও যেটা আমরা পারতাম না।করোনাকালীন সময়ে গোটা পৃথিবীর অর্থনীতির মুখ থুবরে পরেছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছি এবং কিন্তু এখন পৃথিবীর মুষ্টিমেয় কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ সাবলম্বী দেশ।

ইংলান্ডের একটি সমীক্ষা কথা উল্লেখ করে তিনি বলেন,  ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ ২৫ টি অর্থনৈতিক দেশের মধ্যে একটি হবে। এরমানে হলো আমরা বিশ্বের এতগুলো দেশের মধ্যে কোথায় চলে গেছি, আর এ সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামালা উদ্দিন, বরিশাল সদর উপজেলার ভাইচ চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু প্রমুখ। বক্তব্য প্রদান শেষে তিনি স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

উল্লেখ্য বরিশাল সদর উপজেলার তালতলী বাজার আরএইচডি-লামছরি হাট সড়ক পুনর্বাসন প্রকল্পের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১ কোটি ৯১ লাখ ২১ হাজার ১৫০ টাকা।