মো. সাইফুল ইসলাম,ধামরাই (ঢাকা):
শীতে অতিথি পাখির আগমনে মুখর হয়ে পড়েছে ঢাকা জেলার ধামরাই উপজেলা বিভিন্ন চক বিলগুলো। বিশেষ করে গাংগুটিয়া, বালিয়া, চৌহাট, ভাড়ারিয়া, কুল্লা, রোয়াইল, নান্নার ইউনিয়নের চকের ছোট্ট ও বড়বিলে অতিথি পাখির আগমন ব্যাপক ভাবে লক্ষ্য করা যাচ্ছে।
প্রতিদিন বিলের পানিতে অতিথি পাখির জলকেলিতে নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি হয়েছে। আর এ আনন্দ উপভোগ করতে ছুটে আসছেন পাখি প্রেমীরা। অন্যদিকে, অতিথি পাখি শিকারে সজাগ দৃষ্টি রাখছে এলাকার পাখি প্রেমীরা। পাখি শিকারীদের তেমন তৎপরতা না থাকায় চকের বিলগুলো অভয়াশ্রমে পরিনত হয়েছে।
ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির অতিথি পাখির আগমন চোখে পড়ছে। অতিথি পাখিদের মনোরম উপস্থিতিতে প্রকৃতিতে এসেছে নতুন রূপ। ভিনদেশি এসব পাখি হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন বয়সী মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম।
বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার ধামরাই উপজেলার সীমান্তঘেষা রোরার ইউনিয়নের ছোট – বড় কিছু চক বিল রয়েছে। পাশ দিয়ে বয়ে গেছে গাজীখালী নদী । এখানে প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক অতিথি পাখির আগমন ঘটেছে। চকের বিলে সারদিন ঝাকে ঝাকে উড়ছে অতিথি পাখি। প্রকৃতির সাথে তাদের যেন বেশ সখ্যতা। তৈরি হয়েছে এক স্বগীয় পরিবেশ।
চকের বিলে এবার বগ, বালি হাঁস, পানকৌড়ী, শামুককৈলসহ অনেক প্রজাতির পাখির আগমন ঘটেছে। শীতের শুরুতে পাখিদের আগমনে মুগ্ধ সবাই। তাদের দেখতে দুর দুরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা।
জলবায়ু পরিবর্তনসহ নানা কারনে বিলুপ্ত হচ্ছে অতিথি পাখিরা। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিথি পাখির অবাধ চলাচল নিশ্চিত করতে সকলের সম্মেলিত উদ্যোগ চাই পরিবেশ কর্মীরা।