কিশোরগঞ্জের হোসেনপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

এ এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি;

সোমবার (১৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের হোসেনপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ সময় নদের দু’পাড়ের হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই ব্রহ্মপুত্র নদের দু’পাড়ে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। নৌকাবাইচ নির্বিঘœ করতে উপজেলা পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেন।
ব্রহ্মপুত্র নদের সাহেবেরচর হাজীবাড়ি পয়েন্টে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ওই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মুশিউর রহমান হুমায়ুন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ মুশিউর রহমান হুমায়ুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহজাহান পারভেজ, সাংবাদিক এ এম উবায়েদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ ।