বরিশালের ১২ ইউনিয়নে সুষ্ঠ ভাবে ভোটগ্রহণ

বরিশাল ব্যুরো চীফ

বিপুল ভোটারের উপস্থিতিতে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরিশালের ৩টি উপজেলায় ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু করে শেষ হয় বিকাল ৪টায়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশের কারণে এবারের ভোটে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দ্বিতীয় ধাপে বরিশাল জেলার ৩ উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় আজ। এর মধ্যে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই সব ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ভোটগ্রহণ করা হয়।

এছাড়া, বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়ন এবং বানারীপাড়া উপজেলার একটি ইউনিয়নে চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা বাহিনী আগে থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়ায় আজ সকল কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ভোট শুরুর আগেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশী ভোটাররা।

উল্লেখ্য, বরিশালের ৩ উপজেলায় ১২টি ইউনিয়নে ১১৪টি কেন্দ্রের ৬৯৮টি কক্ষে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। ১২ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৫৭ হাজার ৯২২ জন। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন পুরুষ এবং ১ লাখ ২৬ হাজার ৬৫৮ জন নারী ভোটার।