আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।
ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে এনসিপি ভালুকা শাখার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি আমাদের দায়িত্ব শুধু নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা নয়। আমাদের দায়িত্ব বাংলাদেশের ১২ কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করা। ১১ দলীয় জোটের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে, ভোট দেওয়ার জন্য যারা অপেক্ষায় আছেন সেটা যেন তারা দিতে পারেন। কোনো প্রকার হুমকি ও ভয় দেখিয়ে যেন বাঁধার সৃষ্টি না করা হয়।
সভায় ভালুকা আসনের ১১ দলীয় জোট প্রার্থী ডা. জাহেদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবদুল করিম, এনসিপির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, জাতীয় যুব শক্তির মূখ্য সংগঠক ফরহাদ সোহেল, জামায়াতে ইসলামী ভালুকা শাখার আমীর সাইফ উল্যাহ পাঠান ফজলু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম, বাংলাদেশ খেলাফতে মজলিস ভালুকা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুন অর রশিদ বক্তব্য দেন।
-সাইমুন










