কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাটে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানকে (৩৪) কুপিয়ে হত্যা ঘটনায় মাইক্রোবাস চালক আমির হোসেন (৪০) ও তালিকাভুক্ত আসামী জুয়েল মিয়া (৩৭) কে সোমবার গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার গ্রেফতার এই দুই আসামীকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। রোববার বেলা দেড়টায় চৈত্রঘাটে মাইক্রোবাসে এসে চৈত্রঘাট বাজারে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছিল ব্যবসায়ী নাজমুল হাসানকে। তখন সেখান দ্রুত স্থানীয়রা উদ্ধার সিলেট উইম্যান্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।
জানা যায়, সোমবার বিকেলে নিহত ব্যবসায়ী নাজমুলের বড় ভাই শামছু মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় রাসেল, মাসুদ, তফজ্জুল ও তোফায়েলের নাম উল্লেখ্য করে মোট ১৩ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। কমলগঞ্জ থানার পুলিশ সোমবার সন্ধ্যায় রাজনগর উপজেলা থেকে মামলার এক আসামী জুয়েল মিয়া (৩৭) কে গ্রেফতার করে।
এর আগে সোমবার সকালে মৌলভীবাজার সদর থেকে হত্যাকান্ডে আসা ভাড়া করা মাইক্রোবাস জব্দ করা হয় এবং একই সাথে জিজ্ঞাসাবাদের জন্যচালক আমির হোসেনকে ( ৪০) আটক করা হয়েছিল। রাতে এ মামলায় মাইক্রো চালক আমিরকেও আসামী করা হয়।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ব্যবসায়ী নাজমুল হত্যাকান্ডের মামলায় চালকসহ ২জন আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো সত্যতা নিশ্চিত করেন।