সাভারে পশ্চাদ্দেশ জোড়া লাগা যমজ শিশুর জন্ম

সাভার (ঢাকা) থেকে:

ঢাকার সাভারে পশ্চাদ্দেশ জোড়া লাগা যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন সাথী আক্তার নামের এক গৃহবধূ। শিশু দুটি সুস্থ থাকলেও তাদের মা কিছুটা অসুস্থ রয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) সকালে এসব কথা জানান, সদ্য জন্ম নেওয়া যমজ শিশুর স্বজনরা। এর আগে গত ১৮ অক্টোবর বিকেল ৪টার দিকে সাভারের সুপার মেডিকেল হাসপাতালে সিজারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়।

বর্তমানে তারা রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালে চিকিৎসাধীন।পরিবারের সদস্যরা জানান,  শিশু দুটি সুস্থ থাকলেও তাদের মা কিছুটা অসুস্থ। যমজ শিশুটির মা সাথী আক্তারের ১৫ ও ৮ বছর বয়সী আরও দুটি মেয়ে রয়েছে। বাবা মো. সেলিম রাজধানীর একটি মোটর ওয়ার্কশপে চাকরি করেন।সেলিম পরিবার নিয়ে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী বাজার এলাকায় নুরুল ইসলামের ভাড়া বাড়িতে থাকেন।

যমজ শিশু দুটির বাবা সেলিম বলেন, ১৮ তারিখ সাভারের সুপার হাসপাতালে আমার স্ত্রীর দুটা যমজ বাচ্চা হয়। পরে রাত ১২টার দিকে ঢাকার শ্যামলীতে শিশু হাসপাতালে পাঠায়। শিশু হাসপাতাল থেকে পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেও আইসিইউ নাই জানিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরে শিশু হাসপাতালে এনে ভর্তি করি।

জোড়া লাগানো শিশুকে আলাদা করা যাবে কি না জানেন না সেলিম। এরইমধ্যে তার অনেক টাকা খরচ হয়েছে জানিয়ে বলেন, সুপার হাসপাতালে ৫০-৬০ হাজার টাকা বিল দিছি। আর শিশু হাসপাতালে এই কয় দিনে আরও ৫০-৬০ হাজার টাকা খরচ হইছে।

শিশুদের চিকিৎসা নিয়ে শঙ্কিত এই বাবা বলেন, আমি অনেক দিন প্রবাসে ছিলাম। ৪-৫ বছর আগে দেশে ফিরে এসে ঢাকার একটি ওয়ার্কশপে অল্প বেতনে চাকরি করি। আত্মীয়-স্বজনদের কাছে সহযোগিতা নিয়ে এই টাকা পরিশোধ করছি। এখন এই অবস্থা হলে আমার বাচ্চা দুইটার চিকিৎসা করাবো কীভাবে? শেষ পর্যন্ত আমার বাচ্চা দুইটার কপালে কী আছে জানি না।