নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা।
মঙ্গলবার তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন বাদশা নিজেই।
তিনি জানান, আজ তারেক রহমান ময়মনসিংহের সার্কেট হাউজ ময়দানে আসার আগে তাকে ডেকে পাঠান। এরপর তাকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে বলেন তারেক রহমান। এরপরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাদশা।
তিনি ঝিনাইগাতি উপজেলার দুইবারের সাবেক চেয়ারম্যান। এছাড়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতিও তিনি।
নিজেকে বিএনপির পরীক্ষিত নেতা দাবি করে বাদশা বলেন, দলের চেয়ারম্যান আমাকে ডেকে নিয়ে যেভাবে অত্যন্ত সম্মান দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন… আমি রাজি হয়ে গেছি। এখন থেকে দলের পক্ষে কাজ করে যাব। পাশাপাশি তারেক রহমান ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেলকে নির্দেশ দিয়ে বলেছেন, আমি (বাদশা) যেহেতু মুরুব্বি তাই দল চালাতে আমার উপদেশ যেন মানা হয়।
এদিকে, বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর সন্ধ্যায় ধানের শীষের প্রার্থী রুবেলের পাশে দাঁড়িয়ে থেকে ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন বাদশা।
-সাইমুন










