কেরানীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের পলাতক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠিয়েছে।

ঘটনার প্রেক্ষাপট
নিহত ফারজানা আক্তার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা দুলাল হাওলাদারের বড় মেয়ে। চিকিৎসার জন্য গত ১০ দিন আগে তিনি স্বামীর সঙ্গে ঢাকায় আসেন। এরপর থেকে স্বামী রিফাত, শ্বশুর আবুল কালাম ও ভাসুর সবুজের সঙ্গে খেজুরবাগের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পরিবারের অভিযোগ ও স্বজনদের পলাতক
নিহত ফারজানার মা মাকসুদা বেগম জানান, মেয়ের মৃত্যুর খবর পাওয়ার কিছুক্ষণ আগেই তিনি মোবাইল ফোনে ফারজানার সঙ্গে কথা বলেছিলেন। তখন ফারজানা তাকে জানিয়েছিলেন যে, তার ভাসুর সবুজ ঘরে এসেছেন। এরপরই কলটি কেটে যায়।

স্বজনদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের সঙ্গে ফারজানার ভাসুর সবুজ জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে ফারজানার স্বামী রিফাত, শ্বশুর আবুল কালাম এবং ভাসুর সবুজ—তিনজনই পলাতক রয়েছেন, যা সন্দেহকে আরও ঘনীভূত করেছে।

পুলিশের বক্তব্য
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের স্বামী দাবি করেছেন যে, তিনি কর্মস্থল থেকে ফিরে এসে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। পুলিশ এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছে এবং বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, “তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।”


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক