বংশালে গৃহবধূকে ‘বালিশচাপা’ দিয়ে হত্যা

ঢামেক প্রতিনিধি :

রাজধানীর বংশালে পান্না বেগম (৪০) নামের এক গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছেন এখনও জানা যায়নি।

রোববার রাতে সুরিটোলার সিদ্দিক বাজার এলাকার ৩৭/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানিয়েছে, রাতে বিছানায় অচেতন অবস্থায় পড়েছিলেন পান্না বেগম। তার হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল কোনো কিছুই ছিল না। নাকের ওপর সামান্য কাটা দাগ ছিল। সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল। তার ঘাড় ও পিঠেও আঘাতের চিহ্ন ছিল।

পরে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) এসআই বাচ্চু মিয়া বলেন, ওই নারীকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।