হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে বাড়ছে ড্রাগন ফল চাষির সংখ্যা। অধিক সম্ভাবনাময় উচ্চ ফলনশীল ও ঔষধী গুণ সম্পন্ন ড্রাগন ফলের চাহিদা ও বাজার মূল্য বেশি হওয়ায় চাষাবাদে ঝুঁকছেন চাষিরা।
সরকারিভাবে কৃষকদেরকে চারা, চাষ পদ্ধতি ও প্রশিক্ষণসহ আর্থিক সহযোগীতা করা হলে বেশি ফলনের সাথে সাথে অধিক মুনাফাও অর্জন করতে পারবেন বলে আশাবাদী চাষিরা। বাহুবল উপজেলায় গত দেড়বছরে ড্রাগন ফলের চাষ বেড়েছে কয়েকগুণ।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, উপজেলায় বর্তমানে ৪ হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষাবাদ হচ্ছে।
লামাতাশি ইউনিয়নের ড্রাগন ফল চাষী আব্দুল্লাহ জানান, ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা শামীম উল হক শামীমের পরামর্শে উত্তরবঙ্গ থেকে ১ শ ৪ টি চারা এনে ১৫ শতাং জমিতে চাষাবাদ শুরু করেন তিনি। ৫০ টাকা করে কিনে আনা এসব চারায় এবছর ১০-১৫ কেজি করে ড্রাগন ফল ধরেছে। ৫ শ টাকা কেজি ধরে সেই ফল ক্ষেত থেকেই কিনে নিয়ে যান পাইকাররা।
তিনি আরও জানান, ফলের পাশাপাশি চারাও উৎপাদন করছেন। ইতোমধ্যে ২৫ হাজার টাকার ড্রাগন ফল ও ৫ হাজার টাকার চারা বিক্রি করেছেন।
এ বিষয়ে লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শামীমুল হক শামীম বলেন, আমরা কৃষকদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। আশা করছি আমার ব্লকে ড্রাগন চাষির সংখ্যা আরও বাড়বে।