স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। শেখ হাসিনার সাহস নেই। আইনের মাধ্যমে দেশে এসে বলুক। তাঁর লোকজন দেশে নেই। বিভিন্ন দেশে চলে গেছে। তাদের ফেরত দিতে আমরা সেইসব দেশের প্রধানদের অনুরোধ করব।
গাজীপুরের কাশিমপুর কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘কারা সদস্যরা স্বার্থান্বেষী রক্ষক নন। তারা রাষ্ট্রের নিরীহ জনগণের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী, জনগণের কল্যাণই তার একমাত্র ব্রত। আপনারা সরকারের বেতনভুক্ত কর্মচারী। জনকল্যাণ সাধনই আপনাদের একমাত্র কাজ।’ এ সময় তিনি ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের সাফল্য কামনা করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহল আলম সেলিম, মো. জাহাঙ্গীর কবির এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতান, গাজীপুরের পুলিশ কমিশনার, উপকমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে প্রথমেই প্রধান অতিথির প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণের মাধ্যমে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন ক্যাটেগরিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। পিটি, ড্রিল, ফায়ারিং, অস্ত্রবিহীন যুদ্ধ, লিখিত পরীক্ষা ও সর্ববিষয়ে চৌকশ– এ ছয় ক্যাটেগরিতে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার তুলে দেন উপদেষ্টা।
-সাইমুন










