দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের ভবানীপুর বানিয়াপাড়া নামক স্থানে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল ও ভ্যান এর ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও ৬ জন আহত হয়েছে। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ আল ইমরান জানান, আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি সকাল ৯ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতিতে কারের ড্রাইভার গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরল হতে দিনাজপুর মুখী একটি প্রাইভেটকার যুগীহারী নামক স্থানে প্রথমে একটি মোটরসাইকেল আরেহীকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও আরোহী’সহ দুইজন ছিটকে পড়ে। এরপর আবারো একটু সামনে ভ্যানগাড়ীকে ধাক্কা দিলে চালক’সহ অপর দুই আরোহী আহত হয়।
মুমুর্ষু অবস্থায় আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
– শাহজালাল, দিনাজপুর









