নির্বাচনী প্রচারণা তুঙ্গে: কাহারোলে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত

আজ মঙ্গলবার ২৭/০১/২৬ সকাল ১১টায় কাহারোল উপজেলার ১ নং ডাবোর ইউনিয়ন জামায়াতের আয়োজন।

২৬ জানুয়ারী সোমবার বিকেলে ডাবোর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মকছেদুর রহমানের সভাপতিত্বে, নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর -১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান।

তিনি বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশ কে করা হবে সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত। তিনি আরও বলেন আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আপনাদেরকে নিয়েই আমি এলাকা থেকে দূর্নীতি, চাঁদাবাজ ও মাদক নির্মুল করবো। ইহা ছাড়া আমার অঙ্গীকার কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় একটি করে মা ও শিশু হাসপাতাল নির্মাণ করবো।

জনসভায় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক মাওলানা মোঃ রবিউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম ও বীরগঞ্জ উপজেলা এন সি পির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়।

– শাহজালাল, দিনাজপুর