গ্রিসের ত্রিকালা শহরের কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্রিসের একাধিক স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ভোররাতে ‘ভিওলান্তা’ নামের ওই বিস্কুট কারখানায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় কারখানায় রাতের শিফটে কর্মরত শ্রমিকরা ভেতরে অবস্থান করছিলেন।
প্রথমে চারজন কর্মীর মরদেহ উদ্ধার করা হলেও পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে।
মৃতরা সবাই কারখানার কর্মী এবং অধিকাংশই নারী।
এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছেন। আহতদের ত্রিকালার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্রিক ফায়ার সার্ভিসের বরাতে পত্রিকাগুলো জানায়, আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে এবং উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে গ্যাস লিক বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর গ্রিসজুড়ে শোকের ছায়া দেখা দিয়েছে। সরকার হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
-মামুন










