বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সংবাদ অসত্য

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও আগের কমিটি জনিয়েছে তা সঠিক নয়।

অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সচিবালয়ের সচিব বেগম কানিজ মওলা। মহাসচিব নির্বাচিত হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।

এ বিষয়ে নতুন কমিটির সভাপতি বেগম কানিজ মওলা ও আগের কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নতুন কমিটির সহ-সভাপতি খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার। তিনি আলোকিত স্বদেশকে বলেন, ‘আগেও আমি সহ-সভাপতি ছিলাম, নতুন করে কারা করছে আমি জানি না।’ তিনি ওইদিন মিটিংয়ে উপস্থিত ছিলেন না বলেও জানান।

গতকাল সোমবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠন-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নতুন কমিটি গঠন-সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সত্য নয়।

স্মারক নং- নি,ক,১/২০২৬-৫৬৭ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সভায় অ্যাসোসিয়েশনের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। উপ-কোষাধ্যক্ষ হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব একেএম হাফিজুল্লাহ খান লিটন এবং অর্থ বিভাগের যুগ্মসচিব নূরজাহান খানম।

-মামুন