ব্যক্তিগত কারণ দেখিয়ে কাহারোল উপজেলা যুবদল নেতার পদত্যাগ

দিনাজপুরের কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) তিনি ডাকযোগে জেলা যুবদল কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তবে এর পেছনে কোনো সাংগঠনিক মতবিরোধ বা অভ্যন্তরীণ কোন্দল রয়েছে কি না, সে বিষয়ে তিনি এখন পর্যন্ত গণমাধ্যমে সরাসরি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে কাহারোল উপজেলা যুবদলের একাধিক নেতা জানান, পদত্যাগপত্রটি জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর জেলা যুবদল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি পর্যালোচনার পর দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

-শাহজালাল,দিনাজপুর