পিএসসির আবেদ আলীর স্ত্রীর ফ্ল্যাট-জমি জব্দ, পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সরকারি কর্মকমিশনের (পিএসসি) আলোচিত প্রশ্নফাঁস কেলেঙ্কারির হোতা ও সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ঢাকার দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া শিল্পীর নামে মাদারীপুরে থাকা ১৪৮ শতক জমি জব্দ এবং পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করারও আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, শাহরিন আক্তার শিল্পীর নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ যেকোনো সময় হস্তান্তর, স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি।

-এমইউএম