পেকুয়ায় লবণচাষীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

কক্সবাজারের পেকুয়ায় আপেল মিয়া (৩৪) নামে এক লবণচাষীকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের গোদারপাড়া জানিয়াঘোনা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আপেল মিয়া বাদী হয়ে পেকুয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

ঘটনার বিবরণ
এজাহার সূত্রে জানা যায়, আপেল মিয়া অন্যের জমি বর্গা নিয়ে লবণ চাষ করেন। শুক্রবার সকালে তিনি দেখেন, তার বর্গা নেওয়া জমিতে আবু সালেহ নামে এক ব্যক্তি কাজ করছেন এবং জমিটি নিজের বলে দাবি করছেন। আপেল মিয়া তাকে কাজ করতে নিষেধ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে আপেল মিয়া অভিযুক্ত আবু সালেহকে জমির মূল মালিকের সঙ্গে ফোনে কথা বলতে বলেন। এতে আবু সালেহ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা কোদাল দিয়ে আপেল মিয়াকে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় অন্য লবণচাষীরা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের বক্তব্য
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, “উজানটিয়ায় কুপিয়ে আহত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক