রাজশাহীর পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন। রোববার বিকেল সাড়ে ৫ টায় পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে উত্তেজিত স্থানীয়রা বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় পুলিশ বাধা দিলে তাদেরও অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে রাত সাড়ে ৯টার স্থানীয়দের লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় সেনাবাহিনী।
নিহতদের একজন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম। অপর ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পরে পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
নগরীর মতিহার জোনের ওসি সোহেল রানা বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ঘেরাও করে রাখে। উদ্ধার কাজেও বাঁধা দেন। পরে সেনা সদস্যরা এসে তাদের অবরোধ তুলে দেয়।
-সাইমুন










