ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন নান্দাইল প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত সাংবাদিককে নান্দাইল প্রেসক্লাব পদক ২০২৫ ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক মহুয়া রিসোর্টে নান্দাইল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এসব সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকতায় আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রয়াত সাংবাদিক মোশাররফ হোসেন আকন্দ (দৈনিক জাহান) এবং সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া (দৈনিক নয়া দিগন্ত)-কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তাঁদের সাংবাদিকতায় অবদান ও পেশাগত সততা স্মরণ করে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মৃতিচারণ করা হয়।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় সিনিয়র সাংবাদিক অধ্যাপক আবু তাহের সাগর (দৈনিক জনতা, দৈনিক মানবজমিন), বাবু রমেশ কুমার পার্থ (প্রথম আলো) এবং গফরগাঁও উপজেলার সাংবাদিক মো. কামরুজ্জামান লিটন (দৈনিক দিনকাল)-কে। দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরায় তাঁদের এই সম্মাননায় ভূষিত করা হয়।
তরুণ প্রজন্মের সাংবাদিকদের উৎসাহিত করতে নবীন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় দৈনিক নিরপেক্ষ ও এনপিবি নিউজ-এর সাংবাদিক ফরিদ মিয়া এবং দৈনিক প্রভাতী বাংলাদেশের সাংবাদিক এমদাদুল হককে।
নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, দৈনিক দিনকালের সাংবাদিক এবি সিদ্দিক খসরু এবং সাংবাদিক রফিক মোড়লের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আমিনুল ইসলাম আঞ্জু মাস্টার, বিশিষ্ট সমাজসেবক ও নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, শিক্ষক নেতা রবিউল নেওয়াজ ফরিদসহ সাংবাদিক, শিক্ষক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে নান্দাইল প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
-সাইদুর রহমান,নান্দাইল (ময়মনসিংহ)










