জামালপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

জামালপুরে নবগঠিত পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরের গেইটপাড় এলাকা থেকে একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুড়ির দোকান মোড়ে গিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মো. সৈকত হোসেন, নজরুল ইসলাম রাব্বি প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, নবগঠিত জামালপুর পৌর ছাত্রদলের কমিটিতে ছাত্রত্ব নেই- এমন একাধিক ব্যক্তিকে পদ দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিনের ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের বাদ দেওয়া হয়েছে। তারা আরও দাবি করেন, ত্যাগী নেতাদের বাদ রেখে আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্ত করে একটি ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে, যা ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে।

তারা দ্রুত বিতর্কিত এই কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এসময় পদবঞ্চিত নেতারা শনিবার (২৭ ডিসেম্বর) সকালে অর্ধদিবস হরতালের ডাক দেন।

মামুন/