নড়াইলে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

নড়াইল সদর উপজেলায় ঢাকা-বেনাপোল মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক অন্তু শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট ভাই জানান, অন্তু শেখ শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচার উদ্দেশ্যে যান। হাটের কাজ শেষে বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ির পথে রওনা হন তিনি। পথিমধ্যে ঢাকা-বেনাপোল মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে চলে গেলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

তুলরামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-নাজিম উদ্দিন,নড়াইল প্রতিনিধি/