ধামরাই (ঢাকা) থেকে:
ধামরাই আসনের বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সংবাদ সম্মেলনে দেয়া আল্টিমেটামের প্রতিবাদের পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক।
শনিবার সকাল ১১টায় নিচ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন সাবেক সংসদ সদস্য।
৬সেটেম্বর বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমএ মালেকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তাকে তিদিনের আল্টিমেটম দিলে সাবেক সংসদ সদস্য এমএ মালেক এ সংবাদ সম্মেলন করেন।
এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে ও অপপ্রচার চালিয়ে ঘোলা পানি মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে। বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ,ধামরাই পৌর মেয়র গোলাম কবীর মোল্লা ও উপজেরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ৬ সেপ্টেম্বর ধামরাইয়ে এক সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে তাদের দেয়া মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রত্যাহার করা না হলে তাতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ২০১০সালে শিবির নেতা মো. তৌহিদুল ইসলাম গংরা বেনজীর আহমদের সঙ্গে গোপন বৈঠক করে উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া,মামুরা সাচনা,কুশিয়রা ও শিতি এলাকাসহ ৭টি এলাকার তুষকের তিন ফসলি জমির ওপর কাইজেন গ্রুপ আকসির নগর নামে একটি আবাসন প্রকল্পের কাজ শুরু করে। এলাকার মানুষ এ সিন্ডিকের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। আমি এমপি থাকাবস্থায় ২০১ ০ থেকে ১৮ সাল পর্যন্ত এর কার্যক্রম বন্ধ থাকে। বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ফের এমপি হলে পূণরায় এর কার্যক্রম শুরু করা হয়। ভুক্তবোগী কৃষকরা এমপির সাহায্য চাইলেও তিনি এলাকাবাসীকে সহায্য না করে ওই জামায়াত শিবিরদের সহায়তা করেন।
তার লোক দিয়ে ওই এরাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মালা ও বাড়ীঘরে হামরা চালিয়ে নাস্তানুবুদ করে ফেলে। এর প্রতিবাদে এলাকাবাসী ঢাকা জাতীয় প্রেসক্লাবে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকুর পদত্যাগ ও কাইজেন গ্রুপ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলামের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে।