আলোকিত রিপোর্ট:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় নির্ধারিত পঞ্চম দফার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈলের আদালতে আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে ২০তম সাক্ষী বেবি বেগমের অসমাপ্ত জেরার মধ্য দিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম।
এর আগে টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ এ মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা হয়।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, ২০তম সাক্ষী বেবি বেগমের অসমাপ্ত জেরার মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আমরা চেষ্টা করব—আগের একজনের জেরা বাকি রয়েছে, সেটাও আজ শেষ করা হবে। আজ ১০ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে বলেও জানান ফরিদুল আলম।