ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে ঝটিকা সফরে ১৬ ঘণ্টায় সাতটি জেলায় নির্বাচনী জনসভা শেষ করে আজ শুক্রবার ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে শুরু হওয়া এই দীর্ঘ সফরের শেষ সমাবেশটি তিনি করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে আজ শুক্রবার ভোররাত ৪টা ১৬ মিনিট পর্যন্ত টানা ১৬ ঘণ্টা তিনি রাজপথে নির্বাচনী জনসভা করেছেন। দীর্ঘ এই সফরে তিনি সাতটি জেলায় বিশাল সব জনসভায় ভাষণ দেন এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তাঁর দলের একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক ম্যারাথন ঝটিকা সফর শেষ করেছেন। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হওয়া এই প্রচারণা কর্মসূচি টানা ১৬ ঘণ্টা স্থায়ী হয়। এই দীর্ঘ সময়ে তিনি সড়কপথে সিলেট থেকে ঢাকা ফেরার পথে সাতটি পৃথক নির্বাচনী জনসভায় ভাষণ দেন। তার এই সফরে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং সর্বশেষ শুক্রবার ভোররাত ৪টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিয়ায় জনসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভাস্থলে প্রচণ্ড শীত উপেক্ষা করে হাজার হাজার নেতা-কর্মী এবং সাধারণ মানুষ তার জন্য অপেক্ষা করেন। তারেক রহমান এই কষ্টের জন্য নেতা-কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ও ত্যাগের জন্য ধন্যবাদ জানান।
জনসভাগুলোতে তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি ঘোষণা করেন যে, বিএনপি সরকার গঠন করলে জনসেবা ও উন্নয়নের লক্ষ্যে দেশজুড়ে পুনরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘খাল খনন কর্মসূচি’ শুরু করা হবে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালু করা হবে। বেকার তরুণদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি এবং দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক সরকারি সম্মানী ভাতার ব্যবস্থা করার বিশেষ প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রথম দিনের এই ব্যস্ততম সফর শেষে শুক্রবার ভোরে তারেক রহমান ঢাকায় ফেরেন। তবে বিশ্রামের সুযোগ না নিয়েই আজ বিকেলে তিনি তাঁর নিজস্ব নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে প্রচারণায় নামবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ভাসানটেকের বিআরবি ময়দানে আজ এক বিশাল নির্বাচনী জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনী প্রচারণার এই দ্বিতীয় দিনে রাজধানী কেন্দ্রিক এই সমাবেশটি দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রথম দিনের সফর শেষে আজ শুক্রবার তারেক রহমান তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-তে সময় দেবেন। বিকেল বেলা ভাসানটেকের বিআরবি ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।