যাত্রাবাড়ী কাজলায় বিদ্যুৎস্পর্শে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে খাইরুল হাওলাদার (৫০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাইরুল বরগুনার বামনা থানার সোনাখালি গ্রামের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে। বর্তমান যাত্রাবাড়ী কাজলা নয়ানগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।

খাইরুলের ভাতিজা রুবেল বলেন, কাজলা নয়ানগর এলাকার একটি বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন আমার চাচা। পরে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

-সাইমুন