পবিত্র রমজান উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ সৌদির

পবিত্র রমজান উপলক্ষ্যে মাসব্যাপী বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব ।  নামাজের সময়সূচি মানা, মসজিদ পরিচালনা, দান–অনুদান এবং শৃঙ্খলা রক্ষায় নানাবিধ কার্যক্রমের প্রজ্ঞাপন জারি করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নামাজের সময়সূচি উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।  এশার আজান নির্ধারিত সময়ে দিতে হবে এবং আজান ও জামাতের মধ্যে ১৫ মিনিটের ব্যবধান রাখতে হবে, বিশেষ করে এশা ও ফজরের নামাজে- যাতে মুসল্লিদের অংশগ্রহণ সহজ হয়।

রমজানের শেষ দশ রাতে তাহাজ্জুদ নামাজ ফজরের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে এমনভাবে যাতে মুসল্লিদের কষ্ট না হয়।

একই সঙ্গে কুনুতের দোয়ায় সংযম বজায় রাখা, অতিরিক্ত দীর্ঘ বা ছন্দময় দোয়া পরিহার করে সুন্নাহ অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি অনুমোদন ও অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন ব্যতীত রাজ্যের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদ কর্মীরা নিজ কর্মক্ষেত্র ত্যাগ করতে পারবেন না।  মসজিদের ভেতরে বা তার আশেপাশে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মসজিদে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নামাজরত মুসল্লি বা ইমামকে ধারণ করা যাবে না এবং কোনো মাধ্যমেই নামাজের লাইভ সম্প্রচার নিষিদ্ধ থাকবে।

এছাড়া, ইফতারের আয়োজন শুধুমাত্র নির্ধারিত খোলা চত্বরে করার নির্দেশনা দেওয়া হয়েছে।  মসজিদের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ কর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। নারীদের নামাজের স্থানগুলোও প্রস্তুত ও পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপগুলো রমজানে মুসল্লিদের জন্য শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা এবং আশপাশের জনসাধারণের প্রতি সম্মান বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

-সাইমুন