শিবপুরে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নরসিংদীর শিবপুরে ইন্টারনেট ফাইবার সংযোগের তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বকর (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসাতে পারেন) সকালে শিবপুর উপজেলার ইটাখোলা ইউনিয়নের গোল্ড সিটি হাসপাতাল সংলগ্ন বউ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি একটি ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট ফাইবার সংযোগের তার মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন আবু বকর। এতে তিনি খুঁটির ওপরেই আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা শিবপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। তবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, বৈদ্যুতিক খুঁটি থেকে মরদেহ নামানোর সময় শিবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞতা ও অনভিজ্ঞতার পরিচয় দেন।

পরবর্তীতে পল্লী বিদ্যুৎ অফিসের এক লাইনম্যানের সাহসিক ও দক্ষ সহযোগিতায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মরদেহটি নিরাপদে নিচে নামানো হয়।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে শ্রমিকের নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমের দক্ষতা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে।

আরিফুল আলম আশিক
শিবপুর (নরসিংদী)