অনিয়মের অভিযোগে যশোর বোর্ডের ২০টি এসএসসি পরীক্ষাকেন্দ্র বাতিল

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নানা অসঙ্গতি ও সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার তালিকা থেকে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র স্থাপনের অনুমতি স্থগিত করেছে।

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ২০টি পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এই স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে আসা গুরুতর অভিযোগ, পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস পাওয়া এবং জেলা প্রশাসকদের সুপারিশের ভিত্তিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের পরীক্ষা কমিটির সভায় বিস্তারিত পর্যালোচনার পর এসব কেন্দ্র স্থগিত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়।

স্থগিত হওয়া কেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়, রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় এবং খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ তালিকায় আরও রয়েছে আর.আর.এফ মাধ্যমিক বিদ্যালয়, বি. কে. ইউনিয়ন ইনস্টিটিউশন, আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো।

যশোর বোর্ড কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার স্বচ্ছতা ও সঠিক পরিবেশ বজায় রাখতে কোনো কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। স্থগিত হওয়া এই কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের নিকটস্থ বিকল্প কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

মালিহা