ব্যবসায়ী থেকে শিক্ষার্থী: সবার কাছে দোয়া চাচ্ছেন ডা. তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা আজ বৃহস্পতিবার সকাল থেকে তার নির্বাচনী এলাকায় জনসংযোগ শুরু করেছেন। খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি বাজার এলাকায় পায়ে হেঁটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি। এ সময় রাস্তার দুই পাশে থাকা সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণ সমাজ তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

সকাল সাড়ে ৯টার দিকে বাগানবাড়ি বাজার এলাকায় প্রচারণা চালানোর সময় তিন নারী শিক্ষার্থীকে দৌড় তাসনিম জারার দিকে এগিয়ে আসতে দেখা যায়। তারা উচ্ছ্বসিত হয়ে প্রার্থীর সঙ্গে কোলাকুলি করেন এবং বলেন, “আপু আমরা আপনার ভক্ত। আপনাকে নিয়ে বান্ধবীদের সঙ্গে আলাপ করি। আপনি ভোটে দাঁড়িয়েছেন, জিতবেন ইনশা আল্লাহ।” এ সময় অনেক তরুণ-তরুণী তাকে এক নজর দেখতে ভিড় করেন। অনেকেই তার সঙ্গে আলাদাভাবে ছবি তোলেন। তাসনিম জারাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের কাছে ডাকেন, কথা বলেন এবং ছবি তোলেন।

তাসনিম জারা এই নির্বাচনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের হাতে কাগজের প্রচারপত্র তুলে দিয়ে তিনি বলেন, “আমি তাসনিম জারা। এই আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি। আমার মার্কা ফুটবল।” অনেকেই তাকে চিনে বলেন, “আপনার ভিডিও নিয়মিত দেখি, আপনার কথা অন্যদেরও বলি।” প্রচারণার এক পর্যায়ে রাস্তায় বসে খাবার বিক্রি করা এক বয়স্ক বিক্রেতা তাকে ভালোবেসে একটি লাড্ডু খেতে দেন এবং তার জন্য দোয়া করেন।

তাসনিম জারার বিলি করা প্রচারপত্রে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই গণভোটে দেশ পরিবর্তনে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানানো হয়েছে। তাঁর সঙ্গীরা জানিয়েছেন, প্রতীকসহ চূড়ান্ত লিফলেট তারা আজ বিকেলেই হাতে পাবেন।

৩১ বছর বয়সী ডা. তাসনিম জারা আগে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে দলটির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের জেরে তিনি দল ত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন। পেশায় তিনি একজন চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা। হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছেন দেশে ৭ লাখ ১৩ হাজার টাকা এবং দেশের বাইরে থেকে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।

সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার এই সরব উপস্থিতি নির্বাচনী সমীকরণকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে স্থানীয়রা ধারণা করছেন।

লামিয়া আক্তার