ভোটের স্বচ্ছতা নিয়ে শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদসহ তিন কর্মকর্তাকে নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নির্বাচনী কার্যক্রমে পক্ষপাতিত্ব করেছেন। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমানের বিরুদ্ধে নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই জেলায় বারবার পদায়ন এবং প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

এতে প্রশাসনের সিদ্ধান্ত কার্যত একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। বর্তমানে এই তিন কর্মকর্তা নির্বাচনী কার্যক্রমে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকায় ভোটগ্রহণের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে গভীর শঙ্কা দেখা দিয়েছে।

এর আগে এডিসি নাকিব হাসান তরফদারের কর্মকাণ্ডও প্রশাসনে তীব্র বিতর্ক সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, তাঁর ক্যারিয়ার অগ্রগতি প্রশাসনিক যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্যের ওপর বেশি নির্ভরশীল ছিল। শেখ হাসিনার নিজ জেলা টুঙ্গিপাড়ায় দীর্ঘ ৩ বছর ইউএনও হিসেবে দায়িত্ব পালন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বঙ্গভবন এবং অর্থমন্ত্রীর ঘনিষ্ঠ পরিসরে কাজ করা এবং একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন প্রশাসনের নিরপেক্ষ চরিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে।

সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন পরিচালনায় প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর সংকট তৈরি হয়েছে। অভিযোগের পাহাড় সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নীরবতা জনমনে সন্দেহ আরও বাড়িয়ে তুলছে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

-সাইমুন