অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম : রনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ-গণতন্ত্র, মানবতা ও ন্যায়ের পক্ষে কলম চালিয়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

বুধবার (২১ জানুয়ারি)  গাজীপুরের ছুটি রিসোর্টে গাজীপুর প্রেসক্লাব আয়োজিত ফ্যামিলি ডে–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক ও তাদের পরিবারবর্গের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনটি দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর উন্নয়ন কেন্দ্রের সুপারিনটেনডেন্ট ও গাজীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এমরান খান। সার্বিক তত্ত্বাবধানে ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতন্ত্রের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছে। বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতির বিবেক, সমাজের দর্পণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যায়ের বিরুদ্ধে, মানবতা ও গণতন্ত্রের পক্ষে আপনাদের কলম চলতে হবে-এই প্রত্যাশা করি।

তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, দীর্ঘ জুলুম-নির্যাতনের পর স্বৈরাচারমুক্ত একটি গণতান্ত্রিক ধারা দেশে ফিরে এসেছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে-এটাই আমাদের প্রত্যাশা। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমরা সবসময় চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোফাজ্জল হোসেন, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি  সাইফুল ইসলাম মোল্লা এবং  বিশিষ্ট শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং সদস্যরা সপরিবারে অংশগ্রহণ করেন।

-সাইমুন