গতকাল ১৯ শে জানুয়ারি সোমবার নাসিরনগর উপজেলার, নাসিরনগর উপজেলা সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন কয়েকটি দোকানে (কম্পিউটার প্রিন্টিং এবং দলিল লেখার কাজ করা হয় এমন প্রতিষ্ঠান) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহাম্মেদ।
অভিযান চলাকালীন সময়ে ০১ টি প্রতিষ্ঠানে ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের সীল, চেয়ারম্যানের সীল, এবং সংরক্ষিত মহিলা মেম্বারের সীল উদ্ধার করা হয়। প্রাপ্ত তথ্যমতে দলিল লেখক নুরুল হকের সহকারী নোমান মিয়া, সাং ধরমন্ডল সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বারের সীল স্বাক্ষর নকল করে টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের অনৈতিক সেবা দিয়ে থাকেন। উদ্ধারকৃত সিলগুলো ব্যবহার করে জমি খারিজ, ওয়ারিশান সনদ ও চেয়ারম্যানের প্রত্যয়ন সংক্রান্ত জাল কাগজপত্র তৈরি করার কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
এক্ষেত্রে গ্রহীতাকে প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করায় এবং প্রতারণার আশ্রয় নেয়ায় সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহাম্মেদ অভিযুক্ত নোমানকে না পেয়ে দোকান মালিক সন্জিত সরকারকে ১৫০০০/- (পনের হাজার) টাকা অর্থদণ্ড জরিমানা করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ সাংবাদিকদেরকে জানান, “অবৈধভাবে কোনো দপ্তরে জনপ্রতিনিধির সিল সংরক্ষণ ও ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া










