বাংলাদেশে অ্যানেসথেশিয়া চিকিৎসায় নতুন এক দিগন্তের সূচনা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। দেশে প্রথমবারের মতো রিজিওনাল অ্যানেসথেশিয়া বিষয়ক ক্যাডেভার ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে আধুনিক ও নিরাপদ অস্ত্রোপচার পদ্ধতিতে চিকিৎসকদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
বিএমইউর অ্যানেসথেশিয়া, এনালজেশিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের পেইন মেডিসিন ডিভিশনের উদ্যোগে মঙ্গলবার কেবিন ব্লকের অষ্টম তলায় অবস্থিত পেইন স্কিল অ্যান্ড পাস্টিনেশন ল্যাবে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় চিকিৎসকদের রিজিওনাল অ্যানেসথেশিয়া প্রয়োগ, ব্যথা ব্যবস্থাপনা, আল্ট্রাসাউন্ড গাইডেড পদ্ধতি এবং নিডলিং টেকনিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২০ জন চিকিৎসক মৃতদেহের (ক্যাডেভার) ওপর সরাসরি অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
বিশেষজ্ঞরা জানান, রিজিওনাল অ্যানেসথেশিয়ার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান না করেই শরীরের নির্দিষ্ট অংশে অস্ত্রোপচার করা সম্ভব, যা রোগীর জন্য তুলনামূলকভাবে নিরাপদ এবং অপারেশন-পরবর্তী জটিলতা কমাতে সহায়ক। এটি অপারেশনের সময় ও পরবর্তী ব্যথা ব্যবস্থাপনায় আধুনিক সার্জারির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
ভবিষ্যতে বিএমইউতে এ ধরনের ক্যাডেভারভিত্তিক ওয়ার্কশপ বছরে অন্তত দুইবার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। গতকালের আয়োজন বিএমইউর পেইন স্কিল অ্যান্ড পাস্টিনেশন ল্যাবকে ইউরোপিয়ান সোসাইটি অব রিজিওনাল অ্যানেসথেশিয়ার অ্যাক্রেডিটেশন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
কর্মশালার সঞ্চালনা করেন বিএমইউর আইসিটি ডিরেক্টর ও অ্যানেসথেশিওলজিস্ট অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এ ছাড়া বক্তব্য দেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং এভারকেয়ার হাসপাতালের অ্যানেসথেশিওলজিস্ট ডা. লুৎফুল আজিজ।
অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিএমইউর অ্যানেসথেশিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম আব্দুল আলীম।
উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং হাসপাতালজনিত সংক্রমণ প্রতিরোধে আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানাই।
-সাইমুন










