জয়পুরহাটে এতিম, অসহায়, হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও নিরাপদ সড়ক চাই সরকারি সংগঠনের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহরের আমতলী এলাকায় আমেরিকা – বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউটে এসব কম্বল বিতরণ করা হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর ই আলম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে জেলা বিএনপির হোসেন গোলজার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুব হাফিজ,আবদুল আলীম মন্ডল, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশের সাধারন সম্পাদক নূরুল ইসলাম ও নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ নেতৃবৃন্দরা।
চলমানভাবে এতিম, অসহায়, দুস্থঃ ও অসহায় মানুষের মাঝে সংগঠন দুটি কম্বল ও শীতবস্ত্র দিয়ে করে আসছেন।
জয়নাল আবেদীন জয়পুরহাট










