জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে নেতাকর্মীদের অবস্থান

মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়ন প্রত্যাহার নিয়ে এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। প্রার্থী আব্দুল মান্নান মনোনয়ন প্রত্যাহার করতে পারেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রতিহত করতে মাঠে নামেন জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রার্থীর বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় প্রার্থীর বাড়ির আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। নেতা-কর্মীরা মনোনয়ন বহাল রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে প্রার্থী আব্দুল মান্নান কিংবা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় বা স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে দলের ভেতরে অভ্যন্তরীণ আলোচনা চলছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। রাজনৈতিক এই টানাপোড়েনের অবসান দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই হবে বলে ধারণা করা হচ্ছে।

-রিপন আহমদ, মৌলভীবাজার