দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ -২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
২০ জানুয়ারি-২০২৬ মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর শহরের মালদহপট্টি চেম্বার ভবনের সম্মুখ সড়কে উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম , মোঃ মোকাররম হোসেন, আলহাজ্ব সৈয়দ সাগির আহমেদ, মোঃ রাহবার কবির পিয়াল, মঞ্জুর মুর্শেদ সুমন, মোঃ শামীম কবির অপু , চেম্বারের প্রধান অফিস কর্মকর্তা প্রশান্ত কর্মকার শান্ত প্রমূখ।
–মোঃ ইউসুফ আলী, দিনাজপুর










