মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ৪১ পিস ইয়াবাসহ তিনজন আটক

মাদারীপুর পৌরসভার চরম ঘুরিয়া এলাকার চর চরমুগুরিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে যৌথবাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে। অভিযান চলাকালে একটি বাসায় তল্লাশি চালিয়ে ৭ হাজার ৪১ পিস ইয়াবা, নগদ তিন লক্ষ টাকা এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

যৌথবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদারীপুর জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

হাবিবুর রহমান সুমন
মাদারীপুর