ইসির আশ্বাস পেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলের উত্থাপিত তিনটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। ইসির অনুরোধে কেন্দ্রীয় সংসদের সঙ্গে আলোচনা করে আপাতত কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাকিব বলেন, “আমরা আশ্বস্ত হয়েছি, তবে আরও আশ্বস্ত হতে চাই। আজকের মতো কর্মসূচি স্থগিত রাখতে ইসি আমাদের অনুরোধ জানিয়েছে। সে অনুযায়ী সাময়িকভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি।”
তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন যদি জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে কিংবা নির্বাচন চলাকালে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার উদ্যোগ নেয়, তাহলে ছাত্রদল কঠোর কর্মসূচিতে যাবে।
তিনি বলেন, “আমাদের বাধ্য করবেন না, হুমকি দেবেন না। আমরা আমাদের দায়িত্ব পালন করব।”
ছাত্রদল সভাপতি আরও জানান, আগামী ২২ জানুয়ারি থেকে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। তিনি বলেন, “যাদের ষড়যন্ত্রের কারণে আমাদের দুই দিন এখানে অবস্থান করতে হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত থাকব। ভবিষ্যতে আবার কোনো ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত এলে তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”
এর আগে পোস্টাল ব্যালটসহ বিভিন্ন বিষয়ে বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে টানা দ্বিতীয় দিনের মতো নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। সোমবার বেলা ১১টার পর সংগঠনের নেতা–কর্মীরা আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমায়েত বাড়তে থাকে এবং সন্ধ্যা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন।
-এজাজ আহম্মেদ










