বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা জন্ম–মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) দীনেশ সরকার।
উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা, সময়মতো নিবন্ধন নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে সকলের সমন্বিত উদ্যোগ ও কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
-ফাহিম আহমেদ(বরিশাল)










