টাংগাইলে হেরোইন ব্যবসায়ী স্বামী- স্ত্রী গ্রেফতার

টাংগাইল প্রতিনিধি:
ঢাকা- বঙ্গবন্ধু মহাসড়কের টাংগাইল সদর উপজেলার নগর জলফৈ বাইপাস এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ।
বুধবার দুপুরে টাংগাইল র্যাব ‐ ১২ সি পি সি- ৩ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান- গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নগর জলফৈ বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ দুই জনকে আটক করা হয়েছে। স্থানীয় ভাই ভাই হোটেল এন্ড ইত্যাদি স্টোরের সামনে থেকে জব্দকৃত ঐ হেরোইনের মূল্য ৭ লক্ষ টাকা।

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার জীবন সিকদার ওরফে সেলিম সিকদার (৩৮) এবং তার স্ত্রী মোসাম্মৎ সুখ তারা (৩২) । তারা বর্তমানে ঢাকা জেলার ধামরাই উপজেলার ইসলামপুরে ভাড়া বাসায় বসবাস করছেন। আটককৃতদের বিরুদ্ধে টাংগাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।