টাংগাইল প্রতিনিধি:
টাংগাইলের সখিপুর থানা পুলিশের এক সহকারী উপ পরিদর্শককে থাপ্পড় দেয়ার অভিযোগে বহেড়া তৈল গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সহকারী উপ পরিদর্শক সানিউল আলম বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান শিক্ষক সাদিকুর রহমানকে গ্রেফতার করে।
এ বিষয়ে এ এসআই সানিউল আলম জানান- বহেড়া তৈল গন উচ্চ বিদ্যালয়ে কোভিড-১৯ গনটিকা কার্যক্রম চলছিলো । টিকা কার্যক্রম চলাকালে ওই প্রধান শিক্ষক শৃংখলা ভেঙে জোর করে কেন্দ্রে ঢোকার চেষ্টা করে। এতে লোকজন উত্তেজিত হয়ে আমাকে নালিশ করে। আমি তাকে বাধা দিতে গেলে তিনি উত্তেজিত হয়ে আমাকে থাপ্পড় মারেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বহেড়া তৈল গন উচ্চ বিদ্যালয়ে কোভিড টিকাদান কার্যক্রম চলছিল । ওই কেন্দ্রের দায়িত্বে ছিলেন সহকারী উপ পরিদর্শক সানিউল আলম । বেলা ৩ টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার মা ও স্ত্রী’কে সাথে নিয়ে টিকাদান কেন্দ্রে যান। তিনি লাইনে না দাড়িয়ে সরাসরি টিকাদান কক্ষে প্রবেশ করতে চাইলে এ এস আই সানিউল আলম তাকে বাধা দেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষক সাদিকুর রহমান এ এসআই সানিউল আলমকে থাপ্পড় মারেন। এ সময় টিকাদান কেন্দ্রে উপস্থিত স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করেন।
পরে এ ঘটনায় এ এসআই সানিউল আলম সখিপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান শিক্ষক সাদিকুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।